kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

হিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১০ মার্চ, ২০২১ ১৩:১৬ | পড়া যাবে ১ মিনিটেহিলি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিপি ক্যাম্পের সুবেদার সোলাইমান আলী।

আজ বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার সময় হিলি রেলওয়ে স্টেশন এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

হিলি সিপি ক্যাম্পের সুবেদার সোলাইমান আলী জানান, আটককৃত রবিউল আলী গত ৫ দিন আগে উপজেলার চুড়িপট্টি খেলার বড় মাঠ এলাকা দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। আজ বুধবার সকালে সিপি ক্যাম্পের কর্তব্যরত নায়েক সুবেদার টিটুর নেতৃত্বে সৈনিক সাইফুল ইসলাম তাকে আটক করেন। আটককৃত যুবক হাকিমপুর উপজেলার বালুচর এলাকার হাসান আলীর ছেলে।

মন্তব্যসাতদিনের সেরা