kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান শাবান ১৪৪২

জমির বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি   

৯ মার্চ, ২০২১ ২০:৫৬ | পড়া যাবে ১ মিনিটেজমির বিরোধে চাচাকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধে ভাতিজাদের হাতে চাচ খুন হয়েছে। উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর কুলবাগান গ্রামে আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ছয়জন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, আলামপুর কুলবাগান গ্রামের ওসমান আলী (৬০) ও তার ছোটভাই খাদেম আলী জোহরের নামাজ মসজিদে আদায় করে বাড়ি যাচ্ছিলেন। বাড়িতে ঢোকার মুহূর্তে তাদের আরেক ভাই আলম হোসেনের তিন ছেলে তাদের ওপর হামলা চালায়। এ সময় হাসুয়ার আঘাতে ওসমান আলী ঘটনাস্থলে মারা যান। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধে এই খুন হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্যসাতদিনের সেরা