kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

এক ফুটফুটে সদ্যোভূমিষ্ঠের নিথর দেহ ভাসছিল নদীর ঘোলা জলে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি   

৯ মার্চ, ২০২১ ১১:৩২ | পড়া যাবে ১ মিনিটেএক ফুটফুটে সদ্যোভূমিষ্ঠের নিথর দেহ ভাসছিল নদীর ঘোলা জলে

গৌরনদীর পালরদী নদীতে ভেসে আসে অজ্ঞাতপরিচয় এক শিশুর নিথর দেহ। আজ মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে সরদারবাড়ির ঘাটলা নামক স্থানে শিশুর মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ শিশুর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গৌরনদী মডেল থানার উপপরির্শক মো. হারুন কালের কণ্ঠের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি সদ্যোভূমিষ্ঠ বলে মনে হচ্ছে। এ বিষয়ে সিআইডির একটি টিমকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে প্রেরণের জন্য প্রস্তুতি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা