kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আকিজ প্লাস্টিক কারখানায় বিক্ষোভ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি   

৮ মার্চ, ২০২১ ২৩:৫১ | পড়া যাবে ২ মিনিটেশ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আকিজ প্লাস্টিক কারখানায় বিক্ষোভ

ছাতকে বিক্ষুব্ধ আকিজ প্লাষ্টিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে কারখানা ফটকে। কারখানা কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত সৃষ্টি করে স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করায় শ্রমিকরা প্রতিবাদী হয়ে উঠে। 

সোমবার দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কারখানার প্রধান ফটক দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ করে দেয়। 

একাধিক শ্রমিক জানান, বিভিন্ন অজুহাত সৃষ্টি করে কারখানা কর্তৃপক্ষ স্থানীয় শ্রমিকদের ছাঁটাই করে আসছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন শ্রমিককে অকারণে কারখানা থেকে চাকরিচ্যুত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের এমন আচরণে কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যে ছাঁটাই আতংক বিরাজ করছে।

এ নিয়ে গত এক সপ্তাহ ধরে কর্মরত শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল। সোমবার শ্রমিক ছাঁটাইর প্রতিবাদে তারা কারখানা ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায়। 

শ্রমিকরা জানান, কারখানাতে শ্রমিক নিয়োগ নিয়েও বৈষম্যমূলক আচরণ করছে কর্তৃপক্ষ। স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে কারখানাতে শ্রমিক নেওয়া হচ্ছে। এ নিয়োগের বিনিময়ে পুরুষ শ্রমিকের কাছ থেকে ৫ হাজার ও নারী শ্রমিকের কাছ থেকে ৩ হাজার করে টাকা উৎকোচ নেওয়া হচ্ছে। স্থানীয় শ্রমিকদের চাকরি না দিয়ে উৎকোচের বিনিময়ে দূরবর্তী শ্রমিকদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করছে স্থানীয় প্রভাবশালী ওই জনৈক ব্যক্তি।

শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তনা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারখানা কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলে তারা কারখানার প্রধান ফটকের তালা খুলে দেন এবং শ্রমিকরা তাদের অবস্থান থেকে সরে যায়। 

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, কারখানার শ্রমিক ছাঁটাই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল শ্রমিকদের। বিষয়টির সমাধান হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা