kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা, আহত ২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি   

৭ মার্চ, ২০২১ ১৯:৪২ | পড়া যাবে ১ মিনিটেঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা, আহত ২০

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট, মৌলভীবাজার ও নবীগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছেন। আজ রবিবার বিকেলে এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে প্রাইভেট কার (মাইক্রো) চালক এর অবস্থা আশংখ্যা জনক। আহত মাইক্রো চালক ওসমানী নগরের কলারাই গ্রামের এরশাদ আলীর পুত্র মোঃ সুজন মিয়া (২৩)।

হাইওয়ের সাব-ইন্সেপেক্টর মোঃ সফিকুল ইসলাম জানান, প্রাইভেট কারটি ঢাকা থেকে সিলেট আসার পথে মডেল বাজার নামক স্থানে সিলেট থেকে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা ট্রান্সপোর্ট বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে হাইওয়ের থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি কে উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা