ছবি : কালের কণ্ঠ
হবিগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের শিল্পীরা ক্যানভাসে একেছেন নারীর ক্ষমতায়নের চিত্র। আগামীকাল আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজ রবিবার বিকেলে হবিগঞ্জ শিশু একাডেমিতে এক প্রতিযোগিতায় শিল্পীরা এই চিত্র অঙ্কন করেন।
ব্র্যাকের উদ্যোগে 'করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব' শ্লোগানের উপর শিল্পীরা হাতে কয়েক প্রকার রং আর তুলি নিয়ে আকেন বিশাল এই চিত্র। হবিগঞ্জ শিশু একাডেমির সহকারী পরিচালক দিল আফরোজ কাঞ্চি প্রধান অতিথি হিসাবে এই চিত্র অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেন।
ব্যাকের কর্মকর্তা সোহেল রানা জানান, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবেসর মানববন্ধন ও আলোচনা সভা শেষে যারা চিত্রকর্মটি অঙ্কন করেছেন তাদের মাঝ থেকে সেরা শিল্পীদেরকে পুরস্কৃত করা হবে।
মন্তব্য