চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রাইভেট কার ও সিএনজি সংঘর্ষে চালকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালকের পরিচয় এখানো জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় একটি প্রাইভেট কার তার সামনের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এতে চালক গুরুতর আহত হয়। পরে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য