kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

এক সঙ্গে প্রেমিক যুগলের ট্রেনের নিচে ঝাঁপ, এখন প্রেমিকা একা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৬ মার্চ, ২০২১ ১৯:৫৪ | পড়া যাবে ১ মিনিটেএক সঙ্গে প্রেমিক যুগলের ট্রেনের নিচে ঝাঁপ, এখন প্রেমিকা একা

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আত্মহত্যার চেষ্টায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে প্রেমিক যুগল। এ ঘটনায় প্রেমিক মোহাম্মদ শান্ত (২০) নিহত হয়েছেন। আহত প্রেমিকা মাহমুদাকে (১৭) ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের তোফায়েলনগর চাঁনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। 

প্রেমিক যুগল ঢাকা থেকে সিলেট অভিমুখী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। নিহত মোহাম্মদ শান্ত চাঁনপুর গ্রামের মো. হামদু মিয়ার ছেলে। মাহমুদার বাড়িও একই এলাকায়।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ খন্দকার জানান, প্রেমসংক্রান্ত বিষয়ে তারা ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছিল বলে শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ভুক্তভোগীদের বাড়িতে তিনি যাচ্ছেন বলে জানান।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা