ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আজ শনিবার সকালে পুকুর পাড় থেকে রহিমা বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর গ্রাম থেকে উদ্ধার হওয়া ওই নারী পার্শ্ববর্তী মেঘশিমুল গ্রামের মো. শহিদ মিয়ার স্ত্রী।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ওই নারী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় নাগাদ বাড়িতে না এলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। শনিবার সকালে শিশা জালালপুর গ্রামের একটি পুকুর পাড়ে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় বেল্ট পেঁচানো ছিল।
মন্তব্য