kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত: কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক   

৬ মার্চ, ২০২১ ১১:৪৭ | পড়া যাবে ১ মিনিটেকুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত: কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া বড় রেলওয়ে স্টেশনের অদুরে মিলপাড়া এলাকায় গমবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইন্সপেক্টর (পিডাব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম আজ শনিবার (৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার (৫ মার্চ) কুষ্টিয়া রেলওয়ে স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় রেলওয়ে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রেনটির মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

শাহিদুল ইসলাম জানান, গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রেলওয়ে ট্রলি মূল লাইনের ওপর তোলা হয়েছিল। কিন্তু এমন কথা ছিল না। এ কারণে ইন্সপেক্টর (পিডাব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাহিদুল ইসলাম বলেন, লাইনচ্যুত ৫টি বগির মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। বাকি ২টি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্যসাতদিনের সেরা