kalerkantho

মঙ্গলবার । ৩০ চৈত্র ১৪২৭। ১৩ এপ্রিল ২০২১। ২৯ শাবান ১৪৪২

খেলতে গিয়ে আর ফিরে আসেনি দুই মাদ্রাসাছাত্র

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি   

৬ মার্চ, ২০২১ ০৯:০৯ | পড়া যাবে ১ মিনিটেখেলতে গিয়ে আর ফিরে আসেনি দুই মাদ্রাসাছাত্র

নিখোঁজ মাদ্রাসাছাত্র সুমন হাওলাদার ও মুন্না কাজী। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী গ্রামের মাদ্রাসার দুই শিশু ছাত্র নিখোঁজ হয়েছে। তারা স্থানীয় বাবুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী। নিখোঁজ শিশুরা হল ওই গ্রামের কাজী সাইফ উদ্দিনের ছেলে মুন্না কাজী (১২) এবং একই গ্রামের জুলহাস হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (১০)। এ বিষয়ে শুক্রবার (০৫ মার্চ) রাতে গৌরনদী মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ শিশুদের পরিবারের লোকজন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে শিশু দুটি খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে তাদের কোন সন্ধান মেলেনি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক মোঃ আফজাল হোসেন কালের কণ্ঠকে বলেন, 'নিখোজ শিশুদের খোঁজ খবর নেয়াসহ তাদের ছবিসহ সকল থানায় বার্তা প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা