kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

খেলাচ্ছলে অটোরিকশাচালক ৬ বছরের শিশু! ফলাফল...

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি   

৪ মার্চ, ২০২১ ১৬:০২ | পড়া যাবে ২ মিনিটেখেলাচ্ছলে অটোরিকশাচালক ৬ বছরের শিশু! ফলাফল...

কুমিল্লার দেবীদ্বারে খেলাচ্ছলে অটোরিকশা চালাতে গিয়ে সিফাত নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিহত শিশুটির নানি পারভীর আক্তার (৪০) তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিফাত ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. ইমন মিয়ার ছেলে। সে তার নানা মো. সফিক মিয়ার রাঘবপুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। ইজিবাইকচালক নাজমুল উপজেলার পশ্চিম ফতেহাবাদ গ্রামের কমুদ্দি বাড়ির মালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় কবলিত ওই অটোরিকশাচালক রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় গাড়ি রেখে চা পান করছিলেন। এ সময় গাড়ির চালককে ফাঁকি দিয়ে শিশুটি খেলাচ্ছলে গাড়িতে স্ট্যার্ড দেয়। গাড়ি চলতে শুরু করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় শিশুটির নানি দৌড়ে গাড়িটির সামনে এসে গাড়ি থামানোর চেষ্টা করে। একপর্যায়ে শিশুটি ও তার নানিসহ অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এ দুর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলে মারা যায় এবং তার নানি গুরুতর আহত হন। আহত পারভীন আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবীদ্বার থানার ওসি (তদন্ত) জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা