kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৪ মার্চ, ২০২১ ০১:২০ | পড়া যাবে ১ মিনিটেসেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় সেপটিক ট্যাংকে পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামের প্রভিটা হ্যাচারিতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হ্যাচারিতে কর্মরত প্রকৌশলী সজলের স্ত্রী শ্রীমতি রাণী (৩০), তাঁর ছেলে রোহিত (৩) ও হ্যাচারি শ্রমিক হৃদয় (২২)। হৃদয়ের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

ভালুকা মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই হ্যাচারির প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন গোপালগঞ্জের সজল। তিনি পরিবার নিয়ে হ্যাচারির কোয়ার্টারে থাকেন। গতকাল সন্ধ্যায় সজলের ছেলে রোহিত খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে যায়। রোহিতকে উদ্ধার করতে গিয়ে তাঁর মা রাণীও পড়ে যান। পরে মা-ছেলেকে উদ্ধার করতে গেলে হৃদয়ও ওই সেপটিক ট্যাংকে পড়ে যান। খবর পেয়ে ময়মনসিংহ ও ত্রিশাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন। 

প্রভিটা হ্যাচারির ওই সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার এবং ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা মেহেদি হাসান। 

মন্তব্যসাতদিনের সেরা