kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

কলাপাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

৩ মার্চ, ২০২১ ২৩:২৯ | পড়া যাবে ১ মিনিটেকলাপাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতীকী ছবি

এক সঙ্গে খেলতে খেলতে বাড়ির নিকটস্থ পুকুরের পানিতে ডুবে আখিনুর (৫) ও লামিয়া (৪) নামের দুই চাচাতো বোনের এক সঙ্গে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খালেক চৌকিদার বাড়িতে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির সকলে যখন সাংসারিক কাজে ব্যস্ত তখন আল আমীন চৌকিদারের কন্যা শিশু আখিনুর এবং মিজানুর চৌকিদারের কন্যাশিশু লামিয়া খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।

এ সময় তাদের খোঁজাখুঁজির পর না পেয়ে পরে দুজনকে পকুরে ভাসমান অবস্থায় স্বজনা দেখতে পেয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মা সুলতানা তাদের মৃত ঘোষণা করেন। এক সঙ্গে দুই কন্যা শিশুর মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। 

মন্তব্যসাতদিনের সেরা