kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

দাওয়াত খেতে গিয়ে গাড়ি থেকে ছিটকে পড়লেন যুবক

পীরগাছা (রংপুর) প্রতিনিধি   

৩ মার্চ, ২০২১ ১৮:৩৮ | পড়া যাবে ১ মিনিটেদাওয়াত খেতে গিয়ে গাড়ি থেকে ছিটকে পড়লেন যুবক

রংপুরের পীরগাছায় দাওয়াত খেতে যাওয়ার পথে মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে আলম মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউপির আদম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই ইউপির উত্তর তাম্বুলপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্বজনরা জানান, তাম্বুলপুর থেকে কয়েকজন শ্রমিক কাজ শেষে মাহেন্দ্রতে করে পাওটানায় মজলিসের দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় আদম গ্রামে পৌঁছলে আলম মিয়া ছিটকে পড়ে পেছনের চাকায় পিষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা