kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

সেতুর পিলারে ধাক্কা লেগে জাহাজডুবি, নিখোঁজ ২ শ্রমিক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২ মার্চ, ২০২১ ১৯:০৩ | পড়া যাবে ১ মিনিটেসেতুর পিলারে ধাক্কা লেগে জাহাজডুবি, নিখোঁজ ২ শ্রমিক

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা কালারপোল সেতুর পিলারে ধাক্কা লেগে পাথরবোঝাই ২৯ জন শ্রমিকসহ জাহাজ ডুবে যাওয়ার ঘটনার ঘটেছে। এর মধ্যে ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শ্রমিক। আজ মঙ্গলবার ভোরে কর্ণফুলী-পটিয়া উপজেলার শিকলবাহা খালের কালারপোল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বাল্কহেডে ৭০০টন পাথর ছিল এবং পাথরগুলো পটিয়া-আনোয়ারা সীমাস্তের কালীগঞ্জ সেতুর নির্মাণ কাজে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। এ সময় পাথরবোঝাই বাল্কহেডে ২৪ জন শ্রমিক এবং পাঁচজন স্টাফ ছিলেন বলে জানান স্থানীয়রা। অন্য শ্রমিকরা লাফিয়ে পানিতে পড়ে তীরে উঠতে সক্ষম হলেও দুজন এখনো নিখোঁজ আছেন। ঘটনার পর স্থানীয় ফোরএইচ গ্রুপের শ্রমিক-কর্মচারীরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পরে তাদের উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে কালারপোল এলাকায় একটি পাথরবোঝাই জাহাজ ডুবির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল যায়। এ ঘটনায় জাহাজে থাকা দুজন এখনো নিখোঁজ রয়েছে। ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্যসাতদিনের সেরা