kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

ভাঙা সেতুতে বেড়েছে দুর্ভোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

২ মার্চ, ২০২১ ১৮:৩৫ | পড়া যাবে ১ মিনিটেভাঙা সেতুতে বেড়েছে দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাকা সড়কের ওপর দীর্ঘদিন থেকে পথচারীরা চলাচলে দুর্ভোগে পড়েছে একটি ভাঙা সেতুর কারণে। উপজেলা স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন রাণীশংকৈল মহাসড়ক সংলগ্ন মীরডাঙ্গী হয়ে কাতিহার যেতে প্রায় ৯ কি.মি. পাকা রাস্তার সড়কের বাজেবাক্সা এলাকায় পাবনী ব্রিজটি ভেঙে স্কুলের ছাত্র-ছাত্রী, স্থানীয় মানুষসহ যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে ঐ এলাকার ব্যস্ততম সড়কে গিয়ে বহু পুরোনো অবহেলায় থাকা সেতুটি ভঙ্গুর অবস্থায় দেখা গেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুরোনো এ সেতুটি নিয়ে প্রশাসনের নেই কোনো তাগাদা। সেতুর মাঝখানে প্রায় ৩ ফিট ভেঙে গর্ত হয়ে রড বের হয়ে যাওয়া সেতুতে প্রায় ছোট বড় দুর্ঘটনা বেড়েই চলছে। ব্রিজ সংলগ্ন জমিতে খাল খননের কাজ শুরু হলে ব্রিজটি রয়েছে ঝুঁকিতেত।

জানা যায়, একাধিকবার সংস্কার হওয়া এই সেতুটি পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাপক ঝুঁকি রয়েছে। ভেঙে নতুন করে সেতুটি নির্মাণ করলে তবেই সাধারণের দুর্ভোগ কমবে।

উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম জানান, সেতুটি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ অনুমোদন  হলেই ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা