kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

কেশবপুরে বিএনপির কাউন্সিলরকে পরানো হলো মুজিবকোট, চাঞ্চল্য সৃষ্টি

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

২ মার্চ, ২০২১ ১৫:০৯ | পড়া যাবে ২ মিনিটেকেশবপুরে বিএনপির কাউন্সিলরকে পরানো হলো মুজিবকোট, চাঞ্চল্য সৃষ্টি

কেশবপুর পৌরসভা নির্বাচনে আবারও কাউন্সিলর পদে বিজয়ী হওয়ায় সোমবার রাতে বিএনপি নেতা আফজাল হোসেন বাবুকে মুজিবকোট পরিয়ে দিলেন তার শ্বশুরবাড়ির লোকজন। এ সময় তার শ্বশুরবাড়ি উপজেলার মজিদপুরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে মুজিবকোট পরানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলাব্যাপী শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাদের ভেতর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আফজাল হোসেন বাবু গত রবিবার অনুষ্ঠিত কেশবপুর পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে পানির বোতল প্রতীকে ১ হাজার ৬৩৭ ভোট পেয়ে দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত উটপাখি প্রতীকের জাহাঙ্গীর আলম পান ২৬৫ ভোট। এ ওয়ার্ডে ভোটারসংখ্যা ৩ হাজার ১৮৫।

মুজিবকোট গায়ে পরানোর বিষয়ে আফজাল হোসেন বাবুর সঙ্গে কথা হলে তিনি জানান, ভোটে জেতার পর মজিদপুর এলাকায় চাচাশ্বশুর বাড়িতে বেড়াতে গেলে সোমবার রাতে তাকে ফুলের মালা দেওয়াসহ ভালোবেসে চাচাশ্বশুর আতিয়ার রহমান মুজিবকোট পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন তার চাচাশ্বশুর সাবেক ইউপি সদস্য রেজাউল হক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানসহ মজিদপুর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। তিনি প্রায় ২৫ বছর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত বছর পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার দলের হয়ে নির্বাচন করেননি, স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, যদি ভালো স্থান ও মর্যাদা পান তাহলে বিষয়টি বিবেচনায় আনবেন।

কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আলাউদ্দিন জানান, পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনুষ্ঠানে আফজাল হোসেন বাবু উপস্থিত ছিলেন। তবে ওই সময় কোনো কমিটি গঠন করা হয়নি।

বিএনপি নেতা আফজাল হোসেন বাবুর গায়ে মুজিবকোট পরানোর বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, যারা এ কাজটি করেছেন তারা ভালো করেননি। যদি কোনো আওয়ামী লীগের নেতা এর সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্যসাতদিনের সেরা