kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

রাজশাহীতে বিএনপির সমাবেশ, পুঠিয়ায় তাবিথকে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক   

২ মার্চ, ২০২১ ১৫:০২ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীতে বিএনপির সমাবেশ, পুঠিয়ায় তাবিথকে পুলিশের বাধা

আজ মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে যোগ দিতে ঢাকা থেকে সকালে নেতাকর্মীদের নিয়ে সড়ক পথে রওনা দেন বিএনপি মনোনীত অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে অংশ নেয়া তাবিথ আউয়াল।

সাথে থাকা তার একান্ত সচিব রাজু জানান, দুপুর আড়াইটার দিকে তাবিথ আউয়ালের গাড়িবহর রাজশাহীর পুঠিয়ায় পৌঁছলে পুলিশ আটকে দেয়। প্রায় আধা ঘণ্টা বাকবিতন্ডার পর সাথে থাকা ১০ জনকে না যেতে দেওয়া শর্তে তাবিথ আউয়ালসহ বাকি ১০ জনকে যেতে দেয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু তাবিথ কাউকে রেখে না যাওয়ার কথা বললে পুলিশ এক পর্যায়ে সবাইকে যাওয়ার অনুমতি দেয়।

মন্তব্যসাতদিনের সেরা