kalerkantho

রবিবার। ২৮ চৈত্র ১৪২৭। ১১ এপ্রিল ২০২১। ২৭ শাবান ১৪৪২

ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

নিজেস্ব প্রতিবেদক, সাভার   

২ মার্চ, ২০২১ ০০:২৯ | পড়া যাবে ১ মিনিটেঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে। সোমবার (১ মার্চ) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। গাড়িটি পুরো পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে ঘটনার সময় প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, এসির কমপ্রেসার অতিরিক্ত মাত্রায় গরম হয়ে গিয়ে প্রাইভেটকারটিতে আগুন লাগতে পারে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

মন্তব্যসাতদিনের সেরা