kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

বলেশ্বর নদে ৩০ কেজির অজগর

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি    

১ মার্চ, ২০২১ ২১:২৯ | পড়া যাবে ১ মিনিটেবলেশ্বর নদে ৩০ কেজির অজগর

বাগেরহাটের শরণখোলার উত্তর সাউলখালী গ্রামের জেলে লোকমান হাওলাদার সোমবার বিকেল ৫টার দিকে নৌকায় মাছ ধরছিলেন বলেশ্বর নদে। ঠিক তখনই তার নৌকার পাশ ঘেঁষে বিশাল এক অজগর সাঁতরে আসছিল কূলের দিকে। এ সময় তিনি সঙ্গী জেলেদের নিয়ে কৌশলে ধরে ফেলেন অজগরটি। পরে সেটি তুলে দেন বন বিভাগের হাতে। ১৫ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ৩০ কেজি। 

উত্তর সাউথখালী ওয়ার্ডে ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম হালিম শাহ জানান, জেলেরা অজগরটি নদীতে ভাসতে দেখে ধরে কূলে নিয়ে আসেন। সন্ধ্যা ৭টার দিকে বন বিভাগকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আ. মান্নান জানান, বলেম্বর নদ থেকে জেলেরা অজগরটি ধরে তাদেরকে খবর দেন। ১৫ ফুট অজগরটির ওজন প্রায় ৩০ কেজি হবে। রাত ৮টার দিকে সাপটি বগী স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা