kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

নিহত পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১ মার্চ, ২০২১ ২০:০৩ | পড়া যাবে ২ মিনিটেনিহত পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ময়মনসিংহ পুলিশ লাইনসে সোমবার দুপুরে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু। এতে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।

প্রধান অতিথির ভাষণে মেয়র টিটু বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যরাই সবার আগে স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সহিংস আন্দোলন দমন, জঙ্গিবাদ নির্মূল এবং করোনাকালে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে সিটি করপোরেশন সব সময় থাকবে।

সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, গণতন্ত্রের জন্য যখনই আঘাত এসেছে, পুলিশ সদস্যরা সবার আগে এগিয়ে এসেছে। কর্তব্যকালে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ হবার নয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, এনডিসি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দীন ভূইয়া, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, র‍্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল নাঈম আহমেদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. আল মামুনুল আনসারি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিকাশ চন্দ্র রায়, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্য পরিবারের কামরুন্নাহার, খালেদা বেগম। অনুষ্ঠানে ৮৭ জন পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা