চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪৮৭৮টি। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দিদারুল আলম মিয়াজি পেয়েছেন ১৩১ ভোট।
ধানের শীষ প্রতীকের প্রার্থী দিদারুল আলম মিয়াজি এ ভোটকে নীলনকশার ভোট হিসেবে আখ্যায়িত করে বলেন, ভোটের আগেই রেজাল্ট সবার জানা ছিল। এসব হচ্ছে সরকারের নীলনকশার নির্বাচন।
অন্যদিকে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী রেজাউল করিম খোকনের দাবি, অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নৌকার বিজয় এসেছে। বিএনপি প্রার্থীর দাবি সম্পূর্ণ অমূলক।
প্রসঙ্গত, বারইয়ারহাট পৌরসভার মোট ভোটার ৮৬৫৫ জন।
মন্তব্য