kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

মায়ের সঙ্গে থে‌কেও শেষ রক্ষা হলো না শিশুটির

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতিনিধি    

২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০৬ | পড়া যাবে ১ মিনিটেমায়ের সঙ্গে থে‌কেও শেষ রক্ষা হলো না শিশুটির

কুড়িগ্রামের উলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৭) না‌মে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দি‌কে উপ‌জেলার রামদাস ধনিরাম যুগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম তবকপুর ইউনিয়‌নের মন্ডলপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, শনিবার সকালে শিশুটি মা ও বোনের সঙ্গে রাস্তা পারাপার হন। এ সময় ট্রাকটি সড়কের পাশ ঘেঁষে যাওয়ার সময় শিশু ফা‌হিম‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পু‌লিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাক ও চালক রোকন আলীকে (২২) আটক করে‌ছে পু‌লিশ।

উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে ব‌লেন, এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

মন্তব্যসাতদিনের সেরা