প্রতীকী ছবি
কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ৮টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর এলাকায় ফসলি জমির মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত সংগ্রহ করে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মৃত ব্যক্তির পরনে কালো ট্রাউজার, শরীরে কালো ও ব্লু রঙেয়ের চেক শার্ট এবং জামার উপরে সবুজ রঙের জ্যাকেট।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় পেলে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানা যাবে।
মন্তব্য