কুমিল্লার দেবীদ্বারে নির্বাচনী সহিংসতায় দুজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দেবীদ্বার থানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এদিন ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন। আগামীকাল রবিবার দেবীদ্বার উপজেলা পরিষদের উপনির্বাচনে ভোট নেওয়া হবে।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গুলিবিদ্ধ দুজনসহ আহতদের সবাইকে সেখানে প্রাথমিক চিকিত্সা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন পুরাতন বাজার এলাকার মো. আ. সালামের ছেলে মো. ফয়েজ মালি (২৫) এবং আব্দুল খালেকের ছেলে সাহাব উদ্দিন (২০)।
আহত ইরফাত আহমেদ পিয়াস জানান, তাঁরা নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। এক পর্যায়ে থানার পূর্ব পাশের বাজারে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাঁদের পরিচয় জানতে চান। তাঁদের একজন কারো সঙ্গে মোবাইলে কথা বলার পর ৫০-৬০ জন রামদা, ছোরা, রড, লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা সবাই বহিরাগত বলে দাবি পিয়াসের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, পুরাতন বাজার এলাকায় রাস্তায় অনেককে রামদা, ছোরা, রড, লাঠি হাতে দেখা যায়। অন্যদিকে রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।
এ ব্যাপারে প্রশাসনসহ রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সফল হওয়া যায়নি। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকা প্রায় জনশূন্য ছিল।
আহত বাকি তিনজন হলেন কুমিল্লা সদরের ইসহাক মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক (২৫), মোহাম্মদ হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) এবং মো. সাজ্জাদ হোসেন (৩৬)। আহত পিয়াসের বাবার নাম মো. আনোয়ার হোসেন।
মন্তব্য