kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

গফরগাঁওয়ে বইপড়া প্রতিযোগিতার লিখিত মূল্যায়ন পরীক্ষা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০৮ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে বইপড়া প্রতিযোগিতার লিখিত মূল্যায়ন পরীক্ষা

ময়মনসিংহের গফরগাঁওয়ে শাখচূড়া মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের পঁচিশ বছর পুর্তিতে ৫ মার্চ সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত বই পড়া প্রতিযোগিতার লিখিত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে পাঁচবাগ শাখচূড়া উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মাধ্যমিক স্কুল ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুটি বিভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন, পুর্তি উৎসব ও পুনর্মিলনী আয়োজন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গগত, মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের পঁচিশ বছর পুর্তিতে ৫ মার্চ সদস্যদের পুনর্মিলনী উপলক্ষে এক দিনব্যাপী বইমেলা বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বইপড়া প্রতিযোগিতায় স্কুল পর্যায়ের প্রতিযোগীদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি’ ও কলেজ-বিশ্ববিদ্যাল পর্যায়ের প্রতিযোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থ দুটি নির্ধারণ করে আয়োজক কমিটি।

লিখিত মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে প্রতি গ্রুপ থেকে তিনজন করে বিজয়ী প্রতিযোগীকে ৫ মার্চ অনুষ্ঠিত পুনর্মিলনীর অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা