kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

বাসের চাকায় পিষ্ট অটোরিকশাচালক

হবিগঞ্জ প্রতিনিধি   

২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৫৫ | পড়া যাবে ১ মিনিটেবাসের চাকায় পিষ্ট অটোরিকশাচালক

হবিগঞ্জের হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর এলাকায় বাসচাপায় অটোরিকশাচালক সোহান মিয়া (১৬) নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহান মিয়া চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে। দুর্ঘটনায় সাহাব উদ্দিন নামে এক যাত্রী আহত হয়েছেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান একটি অটোরিকশায় ব্যাটারির পানি নিয়ে হবিগঞ্জ শহরে আসছিল। ঘটনাস্থলে বিপরীতমুখী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। অটোরিকশার যাত্রী সাহাব উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা