kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:৩৬ | পড়া যাবে ১ মিনিটেউন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ পাবনা জেলার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যাবার আগে সিরাজগঞ্জে দলীয় নেতা, প্রশাসন ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ বুধবার দুপুরে তিনি সিরাজগঞ্জের নলকায় অবস্থিত পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি অফিসে আসলে তাকে জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সাংবাদিকদের পক্ষ হতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুসহ অন্যান্য সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

তখন মন্ত্রী হাসান মাহমুদ উপস্থিত সকলকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা