kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

পরীক্ষা দিতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০৬ | পড়া যাবে ১ মিনিটেপরীক্ষা দিতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

করোনায় আটকে থাকা চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবনন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত আমাদের পরীক্ষাগুলো নেওয়া। অন্যথায় আমরা বড় ধরণের সেশনজটে আটকে যাব। আমাদের দাবি যেসব বিভাগে পরীক্ষা চলমান রয়েছে অন্ততপক্ষে সেগুলো শেষ করা হোক। মানববন্ধনের শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান শিক্ষার্থীরা।  

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়। কিন্তু সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫৪টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে গেল।

মন্তব্যসাতদিনের সেরা