kalerkantho

সোমবার । ২৯ চৈত্র ১৪২৭। ১২ এপ্রিল ২০২১। ২৮ শাবান ১৪৪২

পার্বতীপুরে কারিগরি শিক্ষার প্রচার প্রসারে সুধী সমাবেশ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি    

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৯ | পড়া যাবে ১ মিনিটেপার্বতীপুরে কারিগরি শিক্ষার প্রচার প্রসারে সুধী সমাবেশ

দিনাজপুরের পার্বতীপুরে আজ মঙ্গলবার দুপুরে সরকারি টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজের পাঁচ তলা একাডেমিক ও ওয়ার্কশপ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। পরে তিনি কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার বিষয়ক সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরকারি টেকনিক্যাল স্কুল এ্যন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহছান হাবিব। 

এসময় অন্যান্যদের মধ্যে পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম মোমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে এলাকার অভিভাবক, শিক্ষার্থী ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা