রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কালিবাড়ী এলাকায় মোটরসাইকেল চাপায় নিরোধ প্রামাণিক (৬৫) নামে একজন পথচারী নিহত হয়েছেন। নিরোধ প্রামাণিক জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম ধানবাড়ী গ্রামের ভরত চন্দ্রের ছেলে।
রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দ্রুত গতির একটি মোটরসাইকেল রাস্তার পার হতে থাকা পথচারী নিরোধ প্রামাণিককে চাপা দেয়। ওই সময় কলেজ ছাত্র সৌরভও আহত হয়। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বৃদ্ধ নিরোধ প্রামাণিক মারা যান এবং আহত সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য