kalerkantho

মঙ্গলবার । ১৭ ফাল্গুন ১৪২৭। ২ মার্চ ২০২১। ১৭ রজব ১৪৪২

ধামরাইয়ে ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি    

১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:২৬ | পড়া যাবে ২ মিনিটেধামরাইয়ে ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি

ঢাকার ধামরাইয়ে ফসলি জমিতে বৈদ্যুতিক তারের খুঁটি। সেই খুঁটির চারপাশের মাটি কেটে ইটভাটায় নেওয়ার ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। মাটি ধসে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। অথচ দেখার কেউ নেই।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তরবাস্তা এলাকায় কয়েকটি ইটভাটায় মাটি কেটে নিচ্ছে ভাটার মালিক মুজিবুর রহমান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন, ডিয়ার ইটভাটার মালিক শাহিনুর রহমান শাহিন ও অন্য আরেকটি ভাটার মালিক সাজেদুল হক। তারা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটির চারপাশে গভীর গর্ত করে পুকুর বানিয়ে মাটি কেটে নিয়েছে। এতে যেকোনো সময় বৈদ্যুতিক খুঁটিটি পড়ে যেতে পারে।

এ বিষয়ে মজিবুর রহমান বলেন, আমি খুঁটির পশ্চিম পাশে জায়গা রেখে মাটি কেটে নিয়েছি। তবে আহমদ হোসেন, ডিয়ার ভাটার মালিক শাহিনুর ও সাজেদুল এমনভাবে মাটি কেটে নিয়েছে তাতে যেকোন সময় খুঁটি পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এছাড়া সূতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা এলাকায় ১ লাখ ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক খুটির চারপাশে মাটি কেটে নিয়েছে স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন।

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কুশুরা কার্যালয়ের ডিজিএম আবদুল বারি বলেন, খুঁটির চারপাশ থেকে মাটি কেটে নিয়ে থাকলে অবশ্যই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ধামরাই উপজেলার প্রতিটি আনাচেকানাচে ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছে ইটভাটার মালিকরা। এতে প্রায় এলাকায়ই বৈদ্যুতিক খুঁটি ঝুকিতে রয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা