kalerkantho

মঙ্গলবার । ৭ বৈশাখ ১৪২৮। ২০ এপ্রিল ২০২১। ৭ রমজান ১৪৪২

মুক্তিযোদ্ধাদের উদ্যোগে

প্রয়াত এমপি আলতাফ গোলন্দাজের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২২:১২ | পড়া যাবে ২ মিনিটেপ্রয়াত এমপি আলতাফ গোলন্দাজের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে প্রয়াত সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন গোলন্দাজের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা মীর এমদাদুল হক বুলবুলের সভাপতিত্বে এ সভা হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা স্বরাজ, বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক মতি, আমির হোসেন, সলিমুল্লাহ মোস্তফা, আলতাফ হোসেন রানা, নাসির উদ্দিন মনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য আমার বাবা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ গণমানুষের নেতা ছিলেন। তিনি সব সময় শোষিতের পক্ষে ছিলেন। একদিকে তিনি যেমন গফরগাঁওয়ের উন্নয়ন করেছেন তেমনি ছিলেন নেতাকর্মীদের রাজনৈতিক শিক্ষাগুরু।

প্রতি বারের মতো এবারো মরহুমের পরিবার এবং দলীয় উদ্যোগে পৌরসভাসহ সকল ইউনিয়নে, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও কাঙ্গালী ভোজের আয়োজন করে। এ ছাড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা সভা, দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

মন্তব্যসাতদিনের সেরা