kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

থানার সামনে কাদের মির্জার অবস্থান

নিজস্ব প্রতিবেদক, নোযাখালী   

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:১১ | পড়া যাবে ২ মিনিটেথানার সামনে কাদের মির্জার অবস্থান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান ধর্মঘট করছে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে বসুরহাট-চাপরাশীর সড়কের কোম্পানীগঞ্জ থানার সামনে তার নেতৃত্বে অবস্থান নেয় নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে।

জানা গেছে, নোয়াখালীর ডিসি,পুলিশ সুপার (এসপি), কোম্পানীগঞ্জ থানার ওসি ও ওসি তদন্তের প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান ধর্মঘট করছে মেয়র আবদুল কাদের মির্জা ও সরকার দলীয় তার নেতাকর্মীরা।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী ফখরুল ইসলাম সবুজ টেকের বাজারে কাদের মির্জার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সমাবেশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সবুজ কাদের মির্জার কঠোর সমালোচনা করেন। তাৎক্ষণিক স্থানীয় নেতা কর্মীরা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরে আটক সবুজকে পুলিশ ছেড়ে দেওয়ার অভিযোগে সরকার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কাদের মির্জা থানার সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে।

আবদুল কাদের মির্জার দাবি, দায়িত্বে অবহেলার জন্য নোয়াখালীর ডিসি খুরশেদ আলম খান, এসপি মো. আলমগীর, কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও ওসি তদন্ত মো. রবিউল হকের প্রত্যাহার ও কোম্পানীগঞ্জ চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা (সন্ত্রাসী) ফখরুল ইসলাম সবুজ ও তার আশ্রয়দাতা মিজানুর রহমান বাদল ও ফখরুল ইসলাম রাহাতকে গ্রেপ্তার করা পর্যন্ত এ আন্দোলন চলবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, তিনি এ বিষয়ে অবগত আছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্যসাতদিনের সেরা