প্রতীকী ছবি
দিনাজপুরের নবাবগঞ্জে পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহাদ আলী(৪০) নিহত হয়েছেন। রবিবার ভোর ৬টায় উপজেলা মতিহারা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ঝিনাইদহ সদর উপজেলার রমজান আলীর পুত্র। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি ঝিনাইদহ থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে নবাবগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের মতিহারা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে স্থানীয় দলারদরগা ক্লিনিকে নেয়। দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চালকের সহকারী জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকের সহকারী গুরুত্বর আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে।
মন্তব্য