kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সাগর, শ্রেষ্ঠ পরিষদ টাঙ্গাব

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:০৭ | পড়া যাবে ১ মিনিটেশ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান সাগর, শ্রেষ্ঠ পরিষদ টাঙ্গাব

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে টাঙ্গাব ইউনিয়ন পরিষদ।

আজ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্থানীয় সরকার পুরস্কার ২০২০ বিতরণ অনুষ্ঠানে এ উপলক্ষে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা প্রশাসক মীজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

প্রসঙ্গত, গ্রাম আদালত পরিচালনা, অনলাইন জন্মনিবন্ধন ও বাল্যবিবাহ রোধে বিশেষ অবদান রাখায় এ স্বীকৃতি প্রদান করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, এ স্বীকৃতি আমাকে আরো দায়িত্বশীল করবে। 

মন্তব্যসাতদিনের সেরা