নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাওলানা এনামুল হক (৩০) নামে এক মসজিদের খাদেমের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শুক্রবার উপজেলা আদিয়াবাদ এলাকায় তিনি নিখোঁজ হন। খবর পেয়ে আজ শনিবার রায়পুরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়িয়াল খাঁ নদ থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, নিহত এনামুল উপজেলা আদিয়াবাদ ইউনিয়নের সেরাজনগর এলাকার মৃত দেলোয়ার মুন্সির ছেলে। তিনি ঢাকার বারিধারার একটি মসজিদের খাদেম ছিলেন। শুক্রবার সকালে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি গিয়ে এনামুলের মৃতদেহ উদ্ধার করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার নাজিম উদ্দিন মোড়ল জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
মন্তব্য