প্রতীকী ছবি
গোয়াল খালি করে কৃষকের ৬টি গরু নিয়ে গেছে চোর। শুক্রবার রাতে কৃষক আফান ফকিরের গোয়াল থেকে চুরি হয় গরুগুলো। সব গরু চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আফান ফকির জানান, তিনি শুক্রবার সন্ধ্যায় ৬টি গরু গোয়ালে বেঁধে রাখেন। প্রতিদিনের মতো শনিবার সকালে গরু নামাতে গিয়ে গোয়াল ফাঁকা দেখে হতাশ হয়ে পড়েন। পরে শরণখোলা থানা পুলিশকে গরু চুরি ঘটনা জানান। তার ৬টি গরুর দাম তিন লক্ষাধিক টাকা বলে জানান তিনি।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, ছয়টি গরু চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।
মন্তব্য