kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

ব্রিজ থেকে অথৈ পানিতে ফেলে দেয়া শিশু পেল দুধেল গাভী

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি   

১০ ফেব্রুয়ারি, ২০২১ ১০:০৫ | পড়া যাবে ২ মিনিটেব্রিজ থেকে অথৈ পানিতে ফেলে দেয়া শিশু পেল দুধেল গাভী

পালিত মায়ের কোলে শিশু জাহিদ। ছবি: কালের কণ্ঠ

অভাব-অনটন ও অভিমানে ব্রিজের উপর থেকে পানিতে ফেলে দেয়া ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৫ মাসের সেই শিশু জাহিদকে একটি দূধেল গাভী উপহার দিয়েছে 'ষোলনল' নামের একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার গ্রামের জাহিদের পালিত মা এলিনা খাতুনের বাড়িতে জমিলা খাতুনের হাতে বাছুরসহ দুধেল গাভিটি তুলে দেয়া হয়। এসময় শিশুটির মা জমিলার বাবার পরিবারের নয় সদস্যের জন্য বস্ত্র ও অন‍্যান‍্য প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রীও দেয়া হয়।

উল্লেখ‍্য, গত ২৯ জানুয়ারি শিশু জাহিদের জন্য দুধ ও খাবার কিনতে বাবার বাড়ি থেকে সবার অজান্তে চাল বিক্রি করেন মা জামিলা খাতুন। পরে এ নিয়ে বাবা তাকে বাড়ি থেকে চলে যেতে বললে জমিলা মনের দূ:খে অভিমান করে বাড়ির পাশের একটি ব্রিজ থেকে শিশু জাহিদকে অথৈ পানিতে ফেলে দেন জমিলা। প্রথমে পানিতে ডুবে গেলেও কিছুক্ষণ পর ভেসে উঠে জাহিদ। এ ঘটনা দেখে পথচারীরা জাহিদকে জীবিত অবস্থায় উদ্ধার করলে ব্রিজের পাশের রফিকুল এলিনা পরিবার জাহিদকে হেফাজতে নেয়। এখন পর্যন্ত এলিনার কাছেই রয়েছে ১৫ মাসের শিশু জাহিদ।

এলিনা জানান, এনজিওর দেয়া জাহিদের গাভীটি আমি সযত্নে লালন পালন করব। এজন‍্য সংগঠনের সবাইকে ধন‍্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি জাহিদের সত‍্যিকারের মা হতে চাই। এজন‍্য সবার সহযোগিতা কামনা করছি। তবে এসবের পরেও যদি জাহিদের মা জমিলা তার শিশুকে ফিরিয়ে নিতে চায় তাহলে আমি আনন্দচিত্তে তাকে দিয়ে দিব।

সংগঠনের প্রধান সমন্বয়কারী জাকারিয়া বলেন, 'বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি দেখে আমার হৃদয়ে নাড়া দেয় এবং মানবিকতার টানে জাহিদ এবং তার মাকে সহযোগিতা করার জন্য ছুটে আসি। যেহেতু শিশু জাহিদের ভরণ-পোষণের দরকার তাই বাছুরসহ একটি দুধেল গাভী উপহার দেয়া হয়েছে। এতে জাহিদের দুধের চাহিদা মিটবে এবং বাড়তি খরচের টাকাও পাবে।'

বলদিয়া ইউপি চেয়ারম‍্যান মোখলেছুর রহমান শিশু জাহিদকে এনজিওর গাভী উপহার দেয়ার সত‍্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা