kalerkantho

রবিবার । ১৫ ফাল্গুন ১৪২৭। ২৮ ফেব্রুয়ারি ২০২১। ১৫ রজব ১৪৪২

হিলিতে ৪০ হাজার পিস এয়ার রাইফেলের গুলি উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩১ | পড়া যাবে ১ মিনিটেহিলিতে ৪০ হাজার পিস এয়ার রাইফেলের গুলি উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও পিস্তল রাখার দুটি স্ট্যান্ড জব্দ করেছে বিজিবি। আজ শনিবার বিকেলে সীমান্তের হিলি-বিরামপুর সড়কের লোহাচড়া নামক এলাকার বিজিবি চেকপোস্ট থেকে এসব জব্দ করা হয়। এ সময় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জয়পুরহাট ২০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটু জানান, আজ শনিবার বিকেলে হিলি-বিরামপুর সড়কে লোহাচড়া চেকপোস্ট এলাকায় একটি অটোবাইক থামিয়ে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে অভিনব কায়দায় রাখা এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও দুটি স্ট্যান্ড জব্দ করেছে কর্তব্যরত বিজিবি সদস্যরা। এ সময় চালক পালিয়ে গেলেও অটোটি জব্দ করে ক্যাম্পে আনা হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা