কলসির মধ্যে রেখে পাচারকালে ১৪৮ পিস ডায়মন্ডবসানো আংটিসহ এক নারীকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সাতক্ষীরা সদরের লক্ষ্মীদাঁড়ি সীমান্তের বেড়িবাঁধের ওপর বেলাল হোসেনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম রেবেকা বেগম (৪২)। তিনি সাতক্ষীরা সদরের লক্ষীদাঁড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আল মাহমুদ আজ সোমবার রাত সাতটায় এক প্রেস ব্রিফিংএ জানান, ভারত থেকে অবৈধপথে ডায়মন্ড বসানো বিপুল পরিমাণ আংটি লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার ওয়াহিদ হোসেনের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা কলসী বহনকারী এক নারীকে আটক করেন। এ সময় তার কলসির মধ্যে থাকা ডায়মন্ড বসানো ১৪৮টি আংটি জব্দ করেন। আটক করা হয় বেবেকা বেগম নামের ওই নারীকে। জব্দকৃত ডায়মন্ডযুক্ত আংটির দাম এক কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ওয়াহিদ হোসেন বাদী হয়ে রেবেকা খাতুনের নাম উল্লেখ করে আরো একজনকে পলাতক দেখিয়ে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রেবেকাকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য