কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর-পূর্বের জনপদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল। সোমবার (১ ফেব্রুয়ারি) এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গলসহ আশপাশের অঞ্চল গত তিন দিন যাবৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সূর্য। সকাল গড়িয়ে দুপুরেও সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। মধ্য দুপুরের পরে সূর্যের উত্তাপ ছড়ালে কুয়াশা কিছুটা ম্লান হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই অনুভূত হয় শীতের তীব্র দাপট। এ অবস্থা অব্যাহত থাকে পরের দিন দুপুর পর্যন্ত।
শ্রীমঙ্গলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষণ সহকারী জাহেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গলে তীব্র শৈত্যপ্রবাহ বইছে। কনকনে এই ঠাণ্ডার প্রভাব আরো দু-তিনদিন অব্যাহত থাকতে পারে।
মন্তব্য