নীলফামারীতে আজ রবিবার সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এমন তাপমাত্রায় মানুষের কষ্টের তীব্রতা বেড়েছে।
জেলার ডিমলা আবহাওয়া কার্যালয়ের আবহাওয়া পর্যবেক্ষক জামাল উদ্দিন জানান, রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ অবস্থা আগামী চার থেকে পাঁচ দিন বিরাজ করতে পারে বলেও জানান তিনি।
জেলায় শৈতপ্রবাহ শুরু হয় গত বছরের ডিসেম্বর মাসে। এরপর তাপমাত্রা উঠানামা করছিল। গত বছরের ১৯ ডিসেম্বর ও চলতি জানুয়ারি মাসের ১৪ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা কিছুটা বাড়ার পর আবারও কমতে থাকে। গত ২৯ জানুয়ারি ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও ৩০ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বেড়ে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে ডিমলা আবহাওয়া কার্যালয়।
টানা সাত দিনের শৈতপ্রবাহে ভোগান্তিতে পড়েছেন কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষ। কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে নামতে পারছেন না শ্রমজীবীরা।
মন্তব্য