জমির মিয়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে জমির মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে শনিবার বিকেলে ওই এলাকায় শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে শিশুকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী জমির মিয়া। এর পর তিনি আত্মগোপনে চলে যান।
পরে ধর্ষণের শিকার শিশু বিষয়টি তার মাকে জানালে তিনি ধর্ষক জমির মিয়াকে আসামি করে কুলাউড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর ধর্ষক জমিরকে প্রযুক্তির মাধ্যমে খুঁজে বাগৃহাল গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষক জমির মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত যুবক জমির মিয়াকে গ্রেপ্তার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
মন্তব্য