প্রতীকী ছবি
কক্সবাজার শহরে একজন শ্রমিক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত শাহাব উদ্দিন (৪০) শহরের সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বিজিবি ক্যাম্প এলাকায় দা দিয়ে এলোপাতাড়ি কোপায় ঘাতকরা। নিহত শাহাব উদ্দিন বিজিবি ক্যাম্প এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।
নিহত ব্যক্তির জ্যেষ্ঠ ভাই নুরুল কবির জানিয়েছেন, প্রতিপক্ষের লোকজন তাকে ঘর থেকে ডেকে নিয়ে এ ঘটনা ঘটায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বেশ কয়েকটি সিএনজি’র মালিক। তিনি নিজে সিএনজি চালাতেনও।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন- ‘ঘটনাস্থলে রয়েছি। পূর্বের কোনো বিষয়ের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে মনে করছি।’
মন্তব্য