প্রতীকী ছবি
সাভারে একটি মুরগির খামারের প্রায় দেড় হাজার মুরগি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্ত। শুক্রবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাসুর রহমানের মুরগির খামারে আগুন আগুন দেয় দুর্বৃত্ত।
জানা যায়, কে বা কারা শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আগুন দিয়ে তার টিনসেড মারগির খামারে আগুন দেয়। এ সময় খামারে থাকা প্রায় এক হাজার ৫০০ মুরগি পুড়ে যায়। খামারের পাশে অনেক গাছ-পালাও আগুনে পুড়ে যায়।
খামার মালিক এখলাসুর রহমান বলেন, আমি এই খামার পরিচালনা করে সংসার চালাইতাম। আমার রোজগারের একমাত্র পথ ছিলো এটি। কিন্তু আগুন দিয়ে সর্বশান্ত করেছে আমাকে। আমার সন্তানের লেখাপড়ার খরচও এখন যোগাতে পারবো না।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
মন্তব্য