সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের টাকা না পেয়ে মায়ের ওপর অভিমান করে জাকারিয়া হোসেন (২০) নামের এক যুবক গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গতকার দিবাগত রাতে উপজেলার আসানবাড়ি গ্রামে।
নিহত জাকারিয়া ওই গ্রামের মো. সাজু প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মা-বাবা অনেক শাসন করেও ছেলেকে সংশোধন করতে না পেরে বগুড়া মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা দিয়েছেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাড়ি ফিরে আবারও জড়িয়ে পড়েন মাদকের নেশায়।
গতকাল বৃহস্পতিবার রাতে মাদক সেবনের জন্য মায়ের কাছে ২০০ টাকা চাইলে মা দিতে অপারগ হন। এতে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। রাতে বাড়ি না ফিরলে সকালে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য