মুন্সীগঞ্জের গজারিয়ায় নাজমা আক্তার (৫৬) নামের এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার গজারিয়া ইউনিয়নের প্রধান চর আশ্রয়ন প্রকল্পের মৃত রজব আলীর স্ত্রী ও এক সন্তানের জননী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রধান চর আশ্রয়ন প্রকল্পে তার ঘর থেকে বের হয়ে সোনালী মার্কেট এলাকায় এসে বিষ প্রাণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুপুরে একটি অপরিচিত নম্বরে তার ছেলে নুরালমের কাছে ফোন আসে তার মা কিছু একটা খেয়ে মার্কেটের সামনে পড়ে আছে। পরে নাজমাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল নেওয়ার এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবারের লোকজন জানায়, নাজমা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। গজারিয়া তদন্তকেন্দ্রের এসআই মশিউর রহমান বলেন, এখনও ওই ব্যক্তির আত্মহত্যার খবর কেউ থানায় অভিযোগ দেয়নি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেব।
মন্তব্য