বুধবার বিকেলে দেবীদ্বার নিউমার্কেট এলাকায় মূদি ও তরকারি বাজারের সড়ক প্রসস্তকরণে উচ্ছেদ অভিযানে ২টি দোকানের ভিটি উচ্ছেদ ও অন্তত ২৫টি দোকানের অগ্রভাগে উচ্ছেদ করা হয়েছে। এ সময় উচ্ছেদ অভিযানে উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজি আবুল কাসেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন, পৌরসচিব মো. ফখরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতি দেবীদ্বার কার্যালয়ের ডিজিএম মৃনাল কান্তি ও দেবীদ্বার থানার এসআই আ. বাতেনের নেতৃত্বে একদল পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাগণ।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, দেবীদ্বার নিউমার্কেট এলাকার যানজট নিরসন, পথচারীদের নির্ভিঘ্নে চলাচলসহ পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য